সুন্নী অনলাইন কিতাবঘর একটি অনলাইন শপিং লাইব্রেরী। শুরুতে ফেইসবুকের মাধ্যমে যাত্রা শুরু হয় এবং হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে আজ সুন্নীয়তের কাছে একটি পরিচিত নাম "সুন্নী অনলাইন কিতাবঘর"। পরিচালক হাফেজ মুহাম্মদ ফেরদৌস জামান (আল-আমিন) সার্বিক তত্ত্বাবধানে আজ এ ওয়েব পোর্টালটি সুন্নী জামায়াতের খেদমত আঞ্জাম দিচ্ছে। সবার কাছে দোয়া প্রার্থী যেন আল্লাহ আমাদের এই নগন্য খেদমতকে কবুল এবং মঞ্জুর করেন। আমিন বিহুরমাতি সায়্যিদিল মুরসালিন ﷺ


লক্ষ্য ও উদ্দেশ্য :

বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম মুসলিম দেশ। ইসলামের সূচনাকাল থেকেই এদেশের মানুষ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ধর্ম পালন করে আসছে। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে আমাদের দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে সঠিক ইসলামের সঠিক শিক্ষা বা বই পৌঁছে না। ফলে সমাজে জন্ম নেয় নানা কুসংস্কার ও অন্ধ বিশ্বাস। তাছাড়া বাতিল ফির্কার নানাবিধ ষড়যন্ত্রের ফলে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের পথ থেকে সরে যাচ্ছে সরল প্রাণ মুসলমান। এই দূর্দশা থেকে উত্তরণের একমাত্র উপায় কিতাব পড়া। আর এর মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের ধর্মবিশ্বাস মূলত ইসলামের সঠিক মূলধারা এবং বাতিলদের দাঁতভাঙ্গা জবাব দিতে কিতাব পাঠের বিকল্প নেই। সেই সমস্ত কিতাব মানুষের মাঝে ছড়িয়ে ঈমান ও আক্বীদা সংশোধন আমাদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। অনলাইন বা মোবাইল ফোনে যুক্ত এমন সকলের কাছে কোরআন শরীফ ও অন্যান্য ইসলামী বই পৌঁছে দেয়ার মহান ব্রত নিয়ে আমাদের যাত্রা। আল্লাহ তায়ালা অবশ্যই এক্ষেত্রে আমাদের সহায় হবেন।


এখানে যা পাবেন

এখানে মূলত কোরআন শরীফ, হাদীসগ্রন্থ ও অন্যান্য ইসলামী বই পাওয়া যাবে। এছাড়াও মাদরাসার পাঠ্য কিতাব, শরাহ, ব্যাখ্যাগ্রন্থ, বাংলানোট, দেশ-বিদেশে প্রকাশিত আরবী-উর্দু কিতাব, বিভিন্ন ভাষার হামদ-নাত, কিতাব পাওয়া যাবে। এছাড়া আলিয়া মাদরাসা ও দরসে নেজামী প্রকাশনার বই ও দরসী কিতাবও পাওয়া যাবে। বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে অনলাইনে বা ফোনের মাধ্যমে অর্ডার করা যাবে। এবং অর্ডারকৃত কিতাব ও দ্রব্য সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে যাবে।