আরো দেখুন ➠
.
• কিতাবের নাম: নূরেনবী (ﷺ) [১ম খন্ড]
• লেখক: মওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম
• পৃষ্ঠা সংখ্যা : ✪
• হাদীয়া: ৩৪০ টাকা মাত্র
• প্রকাশনী price/৩৪০ টাকা off/০%
☞ সংক্ষিপ্ত বর্ণনা:
এই কিতাবটিতে রসুলেপাক এর জীবনী দলিল ভিত্তিক আলোচনা করা হয়েছে
বইটি পড়লে যা জানবেন :
★
★
★
★
Email এর মাধ্যমে অর্ডার করুন 📧
সূচিপত্র ও বিশেষ কিছু অংশের ছবি :
প্রাসঙ্গিক আলোচনা :
চাঁপা দিয়ে নয় কিতাব দিয়ে প্রমাণ করবো,,,, কওমী দেওবন্দী। তাদের বাপ-দাদাকে মানে না ।
হাদীস শরীফে আছে আখেরী যামানায় পরবর্তী প্রজন্ম পূর্ববর্তীদের সমালোচনা করবে। বর্তমানে আমরা সেটাই দেখতে পাচ্ছি। বর্তমান কওমী ওহাবীরা নিজেদের নফসানিয়তের কারনে নিজেদের মুরুব্বীদের অবজ্ঞা করা শৃুরু করেছে, এমনকি আকার ইঙ্গিতে মুরুব্বীদের জ্ঞান তাদের চাইতে কম এটাও বুঝাতে চায়। শুধু তাই নয় নিজেরে বানিজ্যের জন্য এসব মুরুব্বীদের নাম বেঁচে খেতেও আবার দ্বিধা করে না।
মাওলানা আমিনুল ইসলাম লালবাগ শাহী মসজিদের ইমাম ও খতিব, লেখক, গবেষক এবং কওমীদের বড় লেখক ও উস্তাদ তার রচিত “ তফসীরে নুরুল কোরআন” বাংলায় লিখিত এবং একটি নূরে নবী(সা.)” এই গ্রন্থটি দুই খন্ড প্রকাশিত হয় ।
এই নূরে নবী (সা.) কিতাবের প্রথম খন্ড ৪,৫ পৃষ্ঠায় আমাদের প্রান প্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কুরআন শরীফ এর আয়াত শরীফ দিয়ে “নূর” হিসাবে প্রমান করেছেন। আরো মজার বিষয় হল.............
নূরে নবী (সা.) কিতাবে তিনি একটা অধ্যায় লিখেন ) অধ্যায় এর নাম নূরে মোহাম্মদী ( দঃ) নূর বিষয়ক হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্নিত হযরত ইমাম আব্দুর রজ্জাক রহমুতাল্লাহি আলাইহি তিনি সনদ সহকারে যে হাদিছ শরীফ খানা বর্ননা করেন. তা তুলে ধরেছেন। ( নশরুততীব ফি যিকরিনন্নাবিয়্যিল হাবীব-পৃষ্ঠা ৫) ,
এখন কথা হচ্ছে বর্তমান যারা কওমী আছে তারা কি আসলেই কওমী? নাকি নামধারী কওমী? মূলত: ফেতনাবাজ , মুনাফিকরা, কওমীদের মাঝে ঢুকে ফেতনা তৈরি করছে।
তাদেরকে সাবধান হওয়া উচিত কারণ তারা যদি মুরুব্বীদের না মানে তাহলে তো তাদের পরিচয় পিতৃহীন হিসেবে গন্য হবে। কেননা কোন সন্তান যদি তার বাবা অথবা মা কোন একজনকে অস্বীকার করে তাহেল সে ‘জারয’ হিসেবে সাব্যস্ত হয়।
সাবধান!! সাবধান!!! সূতরাং ওহাবী কওমী ও খারেজীদের উচিত তাদের মুরুব্বীদের কিতাব থেকে শিক্ষা গ্রহন করা, আক্বীদা শুদ্ধ করে নেয়া। নইলে নিজের মুরুব্বীদের ফতোয়া মোতাবেক বেয়াদব হয়ে ইহকাল পরকাল ধ্বংস হবে।
0 Reviews